******* দৃষ্টি আকর্ষণ *******
একাউন্ট রেজিষ্ট্রেশন করতে কম্পিউটার/ল্যাপটপ এর ক্ষেত্রে ওপরের একাউন্ট (Account) লেখাতে অথবা মোবাইলের ক্ষেত্রে ওপরের ছোট তিনটি লাইনে টাচ করে রেজিস্টার বাটনে টাচ করে আপনার নাম এবং ইমেইল লিখে রেজিস্টার বাটনে ক্লিক/টাচ করুন। এরপর আপনার ইমেইলে যান। ২-৫ মিনিট অপেক্ষা করুন। Grammo Haat Contact cell থেকে আপনাকে যে ইমেইল পাঠানো হবে, সেই ইমেইল ওপেন করে পাসওয়ার্ড তৈরীর প্রথম লিংকটিতে যান এবং নতুন একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। DONE. আপনার একাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন ওপরের একাউন্টের অপশন থেকে লগ-ইন এ ক্লিক/টাচ করে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন এবং উপভোগ করুন গ্রাম্য হাটের বিভিন্ন অফার।
একাউন্ট রেজিষ্ট্রেশনের পর ডেস্কটপ/ল্যাপটপের ক্ষেত্রে উপরের একাউন্টে মাউজ রাখলে অথবা মোবাইলের ক্ষেত্রে ওপরের ছোট তিনটি লাইনে টাচ করে ড্যাশবোর্ডে প্রবেশ করুন। অত:পর ব্যালেন্স লেখার ওপর ক্লিক/টাচ করুন।
আপনার যেসকল পন্য প্রয়োজন তা কাস্টম অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার অর্ডার অনুযায়ী পন্য সংগ্রহ করে আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দিবে।
ওপরের মেনু থেকে অর্ডার ট্রাকিংয়ে ক্লিক করে আপনার অর্ডার নাম্বার ও অর্ডারে ব্যবহৃত ইমেইল দিয়ে ট্রাক বাটনে ক্লিক করলে কিছুক্ষনের মধ্যে আপনার অর্ডারের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
আমরা ভেজালমুক্ত সতেজ ও গুনগত মানসম্পন্ন খাদ্য পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত গ্রাম্য হাটের সদস্যগণ উৎপাদনকারী ব্যক্তি/সংস্থা থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে থাকে। শহুরে জীবনে গ্রামীন স্বাদ ফিরিয়ে আনতে কাজ করছে গ্রাম্য হাট।
আমরা যেহেতু সতেজ ও গুনগত পণ্যের সেবা দিতে আপনার পাশে রয়েছি, তাই আমরা আপনার অর্ডার অনুযায়ী খাদ্য পণ্য সংগ্রহ করে থাকি। পচনশীল পন্য যেমন মাছ-মাংসের অর্ডার বাতিল করতে কারণ উল্লেখ পূর্বক অর্ডার সরবরাহের দিন রাত ৩টার মধ্যে অর্ডার বাতিল করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন।